মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 16, 2024 9:06 PM

printer

আর জি কর-এ আর্থিক দুর্নীতিতে সন্দীপ ঘোষ ছাড়াও আরও কয়েকজন যুক্ত রয়েছেন বলে জানিয়ে সিবিআই রাজ্য সরকারকে চিঠি দিয়েছে।

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দূর্নীতির ঘটনায় দুই জন চিকিৎসক ছাড়াও কয়েকজন ব্যাক্তি যুক্ত রয়েছেন বলে জানিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগম কে লেখা চিঠিতে এই দূর্নীতিতে চিকিৎসক সুজাতা ঘোষ ও দেবাশিষ সোম ছাড়াও কয়েকজন যুক্ত থাকার তথ্য প্রমান তাদের তদন্তে উঠে এসেছে বলে উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। একইসঙ্গে হুমকি সংস্কৃতিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে তদন্তকারী সংস্থার তরফে স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছে।