মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 16, 2024 9:02 PM

printer

আর জি কর-এর ঘটনায় রাজ্যজুড়ে তুমুল বিক্ষোভ আন্দোলনের মধ্যেই নারী নির্যাতনের একাধিক ঘটনা সামনে এসেছে।

আর জি কর-এর ঘটনায় রাজ্যজুড়ে তুমুল বিক্ষোভ আন্দোলনের মধ্যেই নারী নির্যাতনের একাধিক ঘটনা সামনে এসেছে।

নদীয়ার কৃষ্ণনগরের শঙ্কর মিশন এলাকায় একটি পুজো মন্ডপের কাছে এক কিশোরীর অর্দ্ধদগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এদিন সকালে এলাকার মানুষজন দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। অন্য কোথাও খুন করে দেহ ফেলে রেখে যাওয়া হয়েছে বলে পুলিশের অনুমান। এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে রাহুল বসু নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের দাবি রাহুলের সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় বাইরে যায় তাদের মেয়ে। এরপর থেকে ফোনে আর তাকে পাওয়া যায়নি। এই ঘটনার দ্রুত তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভে দেখাচ্ছে কৃষ্ণনগর নাগরিক মঞ্চ। ধর্ষণ করে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের অদূরে এই ঘটনা কিভাবে ঘটলো তা নিয়েও প্রশ্ন উঠছে।

এদিকে, এই ঘটনা সম্পর্কে কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অমরনাথ কে বলেন রাহুলের বাবা-মা-কেও আটক করা হয়েছে। আগামীকাল কল্যাণীর জে এন এম হাসপাতালে ময়না তদন্ত হবে।

এদিকে, এই ঘটনার প্রেক্ষিতে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় আজ কৃষ্ণনগর পুলিশ মরগে যান। তিনি  পরিবারের সঙ্গেও কথা বলেন। সাংবাদিকদের কাছে তিনি পুলিশ নষ্ক্রিয়তার অভিযোগ করেন।

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও আজ পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে সবরকম আইনি সহায়তার আশ্বাস দেন। পরে সাংবাদ মাধ্যমের কাছে তিনি বলেন আগামী ১৯-শে অক্টোবর সকাল ১১-টা থেকে ১২-টা পর্যন্ত রাজ্যের প্রত্যেকটি থানার সামনে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচী করবে কংগ্রেস।

উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের সীমান্তবর্তী স্বরূপদাহ এলাকায় এক যুবতীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশ কর্মীর বিরুদ্ধে। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সময় ওই যুবতীকে বাধা দেয় তারা। এরপর নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে ওই দু-জন ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। ছিনতাই করা হয় প্রায় ১ লক্ষ টাকার সোনার অলঙ্কার। লিখিত অভিযোগের ভিত্তিতে দু-জনকে স্বরূপনগর থানার পুলিশ গ্রেফতার করেছে। তাদের আজ বসিরহাট আদালতে তোলা হলে তিনদিনের জেল হেফাজত হয়েছে।

এদিকে, নাবালিকাকে দীর্ঘদিন ধরে যৌন হেনস্থার অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে এক প্রৌঢ়কে পুলিশ গ্রেফতার করেছে। জানা গেছে, খাবার ও টাকার লোভ দেখিয়ে ওই ব্যক্তি একাধিক নাবালিকাকে বাড়িতে ডেকে এনে যৌন নির্যাতন চালাতো। বিষয়টি জানাজানি হওয়ায় দুটি নাবালিকার পরিবার থানায় লিখিত অভিযোগ জানায়। এর প্রেক্ষিতে ওই প্রৌঢ়কে গ্রেফতার করা হয়। পকসো ধারায় মামলা রুজু করে আজ তাকে বারুইপুর আদালতে তোলা হয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে আজ বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।