মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

February 26, 2025 11:24 AM

printer

আর জি করে তরুণী পিজিটি চিকিত্সকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত চলাকালীনই ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালে ফিমেল ওয়ার্ডের আইসিইউ-র মধ্যে এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

আর জি করে তরুণী পিজিটি চিকিত্সকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত চলাকালীনই ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালে ফিমেল ওয়ার্ডের আইসিইউ-র মধ্যে এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতালেরই দুই সাফাই কর্মী এই ঘটনায় জড়িত বলে নির্যাতিতা কিশোরীর পরিবার অভিযোগ করেছেন। মেডিকেল কলেজের এমএসভিপি-ও এর ভিত্তিতে ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিনোদ পন্ডিত নামে এক সাফাই কর্মীকে গতরাতেই গ্রেপ্তার করা হয়েছে। অন্য জনের খোঁজে তল্লাশি চলেছে। ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে।

আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, নবম শ্রেণীর ঐ ছাত্রী গত শনিবার অসুস্থ হয়ে পড়লে তাকে ঐ হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়। কিন্তু তারপর থেকে ঐ দুই সাফাই কর্মী দফায় দফায় তার শ্লীলতাহানি করে বলে মেয়েটির অভিযোগ। বিষয়টি কাউকে না জানানোরও হুমকি দেওয়া হয়। কিন্তু গতকাল মেয়েটি হাসপাতালে কান্নাকাটি শুরু করলে পরিবারের লোকজন বিষয়টি টের পায়। তারপরই তারা হাসপাতাল কর্তৃপক্ষ ও থানায় অভিযোগ জানান।

ঐ কিশোরীকে আপাতত হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। এই ঘটনায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।