মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 12, 2024 10:16 AM

printer

আর জি করে আর্থিক দুর্নীতির তদন্তে ইডি আজ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চন্দন লৌহের টালার ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে।

আর জি করে আর্থিক দুর্নীতির তদন্তে ইডি আজ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চন্দন লৌহের টালার ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে। চন্দন লৌহ এবং তাঁর স্ত্রী ক্ষমা লৌহকে জেরা করছেন আধিকারিকরা। তল্লাশি চলছে, কালিন্দির একটি মেডিক্যাল সরঞ্জাম সররবরাহকারী অফিসে। ইডির দল গেছে বাগবাজার, চিনার পার্কেও।
উল্লেখ্য, CBI গত ২৫শে আগস্ট চন্দন লৌহের বাড়ি ও আরো কয়েকটি জায়গায় তল্লাশি চালায়।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।