আর্থিক পরিষেবা ক্ষেত্র, ফিনটেক এবং ডিজিটাল অর্থনীতিতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখতে ভারত ও ব্রিটেন পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। লন্ডনে গতকাল ত্রয়োদশ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত আলোচনায় দুই দেশ অংশ নেয়। অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদল, চ্যান্সেলর অফ এক্সচেকার রাসেল রিভসের নেতৃত্বে ব্রিটেনের প্রতিনিধিদলের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করে। মুক্ত বাণিজ্য চুক্তি এবং দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি বিষয়ে দুপক্ষের কথা হয়েছে।
Site Admin | April 10, 2025 10:03 AM
আর্থিক পরিষেবা ক্ষেত্র, ফিনটেক এবং ডিজিটাল অর্থনীতিতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখতে ভারত ও ব্রিটেন পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।