September 3, 2024 10:06 PM

printer

আর্থিক দুর্নীতি মামলায় ধৃত আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল রাজ্য স্বাস্থ্য দপ্তর।

আর্থিক দুর্নীতি মামলায় ধৃত আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আজ এই মর্মে এক নির্দেশিকা জারি করা হয়। অবিলম্বে এই সাস্পেনশনের আদেশ কার্যকর হছহে। তাঁর বিরুদ্ধে  অপরাধমূলক কাজের তদন্ত  চলার কারনেই এই সিদ্ধান্ত বলেও স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, আর জি কর এর প্রাক্তন অধ্যক্ষকে এর আগে ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশন  আই এম এও তাদের সদস্য পদ থেকে বহিস্কার করে। বহিস্কার করে পশ্চিমবঙ্গ চেস্ট মেডিসিন এসোসিয়েশন ও ।

এদিকে সন্দীপ ঘোষ সহ ধৃত   ৪ জনকে ১০–ই সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে। এদের আজ আলিপুর আদালতে তোলা হয়। অন্য তিনজন হলেন – ভেন্ডার বিপ্লব সিং, ভেন্ডার সুমন হাজরা এবং সন্দীপ ঘোষের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী আফসার আলি। তাদের বর্তমানে নিজাম প্যালেসে সিবিআই হেফাজতেই রাখা হয়েছে।

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।