আরাবল্লী পর্বতমালার শ্রেণীবিন্যাস সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট তার নিজস্ব আদেশের ওপর স্থগিতাদেশ জারি করেছে। শীর্ষ আদালত, বিশেষজ্ঞদের একটি প্যানেলের রিপোর্ট চেয়েছে। আজকের রায়ে আদালত বলেছে, পূর্বে অনুমোদিত পাহাড় ও পর্বতের সংজ্ঞা সম্পর্কে আরও স্পষ্ট ধারণার প্রয়োজন রয়েছে।
ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জে কে মাহেশ্বরী এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহো-কে নিয়ে গঠিত শীর্ষ আদালতের অবকাশকালীন বেঞ্চে আজ এই মামলার শুনানি হয়।