আরাবল্লী পাহাড়ের পরিবেশ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও আতঙ্ক ছড়ান হচ্ছে বলে সরকার জানিয়েছে । আরাবল্লী অঞ্চলের পরিবেশের ওপর এখনি কোন বিপদের আশঙ্কা নেই বলেও জানানো হয়েছে । পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অরন্যের বিস্তৃতি , পরিবেশ সংবেদনশীল অঞ্চল ঘোষণা ও খনন কাজের ওপর কঠোর নজরদারির মাধ্যমে পাহাড়গুলিকে সুরক্ষিত রাখা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আরাবল্লী পাহাড়ের ১০০ মিটার বা তার বেশি উচ্চতার ভূমি ও আশপাশের ঢাল, সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে । কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব এক সংবাদ সম্মেলনে জানান, সুপ্রিম কোর্টের ১০০ মিটার সংক্রান্ত নির্দেশ ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তিনি নাগরিকদের আরাবল্লী নিয়ে বিভ্রান্তি ছড়ানো বন্ধ করার আহ্বান জানান। যাদব বলেন, আরাবল্লীর মোট এলাকা ১ লাখ ৪৭ হাজার বর্গকিলোমিটার, যার মধ্যে মাত্র ০.১৯ শতাংশ এলাকায় খনন অনুমোদিত। আদালতের নির্দেশ অনুযায়ী আরাবল্লীর ৯০ শতাংশ এলাকা সুরক্ষিত অঞ্চলের অন্তর্ভুক্ত এবং এই নিয়ম কোন ভাবেই শিথিল করা হয়নি ।
আরাবল্লী রেঞ্জ দিল্লি, হরিয়ানা, রাজস্থান ও গুজরাটে বিস্তৃত। শ্রী যাদব স্পষ্ট করেছেন, দিল্লির আরাবল্লীতে কোনো খনন অনুমোদিত নয়।
প্রসঙ্গত , সুপ্রিম কোর্ট সম্প্রতি পরিবেশ মন্ত্রকের একটি কমিটির সুপারিশ গ্রহণ করেছে, যেখানে বলা হয়েছে ১০০ মিটারের নিচু পাহাড় আর প্রাচীন আরাবল্লীর অংশ হিসেবে গণ্য হবে না।