আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আগামী ৯ই আগস্ট নবান্ন অভিযানে বিজেপি অংশ নেবে বলে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য জানিয়েছেন। গতকাল কলকাতায় তিনি বলেন, এই প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ডে অভয়ার জায়গায় কোনো পুরুষ থাকলে তাঁকেও মরতে হত। তবে অভয়া মহিলা বলে নির্যাতনের শিকার হতে হয়েছে। এই মৃত্যুকে কেন্দ্র করে মানুষ রাজনৈতিকভাবে দলের দ্বারা প্রভাবিত না হয়েই পথে নেমেছিল। তাই এই প্রতিবাদ আন্দোলন অব্যাহত থাকুক বলে শ্রী ভট্টাচার্য্য মন্তব্য করেন।
Site Admin | August 4, 2025 9:50 AM
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আগামী ৯ই আগস্ট নবান্ন অভিযানে বিজেপি অংশ নেবে বলে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য জানিয়েছেন।
