আরজি কর-কাণ্ডে দোষীর ফাঁসির দাবিতে রাজ্যের আর্জির এক্তিয়ার নিয়ে হাই কোর্টে করা মামলার শুনানি শেষ হয়েছে। নির্যাতিতার পরিবার জানিয়েছে, এই মামলায় তারা সঞ্জয়ের ফাঁসি চায় না।
দুই বিচারপতি দেবাংশু বসাক ও মহম্মদ সব্বর রসিদির ডিভিশন বেঞ্চে আজ ওই শুনানির শুরুর পরই রাজ্যের গ্রহণ যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে সিবিআই। পাল্টা হিসেবে রাজ্যের তরফে বলা হয়, রাষ্ট্রের যখন সাজা মুকুব করার অধিকার আছে। তাই রাজ্যেরও আদালতে আবেদন করার অধিকার রয়েছে। নির্যাতিতার পরিবারের তরফে আইনজীবী শামীম আহমেদ বলেন, রাজ্য এবং সিবিআই-এর আবেদন নিয়ে তাদের কোন বক্তব্য নেই, তবে তারা সর্বোচ্চ সাজা চান না। দুপক্ষের শুনানি শেষে বিচারক অবশ্য রায়দান স্থগিত রাখেন।
এদিকে শুনানিতে উপস্থিত ছিলেন নিহত চিকিৎসকের বাবা-মা। তাঁরা অভিযোগ করেন, রাজ্য বা সিবিআই কেউই মামলার বিষয়ে তাঁদেরকে কিছুই জানায়নি ।
আদালতের বাইরে নির্যাতিতার বাবা বলেন, তারা চান শুধু সঞ্জয় নয়, যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সকলেরই নাম প্রকাশ্যে আসুক এবং সকলকেই চরম শাস্তি দেওয়া হোক। রাজ্য পুলিশ ও সিবিআই-এর ওপর তারা যে ভরসা রেখেছিলেন, তা পূরণ হয়নি বলেও তিনি দাবি করেন।