আরজি কর কাণ্ডের আবহে এবার সাগরের একটি স্কুলে এক শিক্ষকের বিরুদ্ধে সপ্তম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে আজ ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়। অভিযুক্ত শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে আজ স্কুল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। এই বিক্ষোভ চলাকালীন স্থানীয় মুড়িগঙ্গা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান গোবিন্দ মণ্ডল ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, প্রতিবাদীদের ওপর চড়াও হয়। দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে ক্লাসের বাইরে ডেকে নিয়ে শ্লীলতাহানি করে ও কুপ্রস্তাব দেন। বিষয়টি জানার পর ওই ছাত্রীর পরিবার স্কুলে যায়। কিন্তু বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন শিক্ষকরা। থানায় অভিযোগ জানাতেও বারণ করে বলে অভিযোগ। এখনও স্কুল কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। বিক্ষোভের দরুণ ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা স্কুলে ঢুকতে পারেন নি।
পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে এক মহিলা ওয়ার্ড গার্লকে শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার মেডিক্যাল কলেজের এক ওয়ার্ডবয়। আজ ধৃত ওয়ার্ডবয়কে আদালতে তুলবে পুলিশ। তার নাম রামপদ মাহাতো বলে জানা গেছে। মেডিক্যাল কলেজের চেষ্ট ডিপার্টমেন্টে এক জুনিয়র ওয়ার্ড গার্লকে গতকাল ওই ওয়ার্ডবয় শ্লীলতাহানি করে বলে অভিযোগ। পুলিশে লিখিত অভিযোগ করেন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।