আয়ুষ মন্ত্রক অধ্যাপক বনওয়ারী লাল গৌর, বৈদ্য নীলকন্ধন মুস ই.টি. এবং ভাবনা প্রাশেরকে আয়ুর্বেদ শিক্ষা, পরম্পরা এবং বিজ্ঞান সম্মত গবেষণা ক্ষেত্রে তাদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় ধন্বন্তরী আয়ুর্বেদ পুরষ্কার ২০২৫ প্রদান করেছে। আয়ুষ মন্ত্রক জানিয়েছে এই পুরষ্কারগুলি আয়ুর্বেদের প্রসার , প্রয়োগ এবং অগ্রগতিতে প্রভাবশালী অবদান রেখেছেন এমন ব্যক্তিদের সম্মানিত করার উদ্দেশ্যে দেওয়া হয়।
Site Admin | October 2, 2025 9:53 PM
আয়ুষ মন্ত্রক জাতীয় ধন্বন্তরী আয়ুর্বেদ পুরষ্কার ২০২৫ প্রদান করেছে