আয়কর বিভাগ নাগরিকদের ব্যক্তিগত ডিজিটাল কার্যকলাপ, অনলাইন লেনদেন বা জীবনযাত্রার ওপর নজর রাখছে – এ-সংক্রান্ত একটি পোস্ট সরকার আজ ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো – পি আই বি’র ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, কোনও ব্যক্তির ডিজিটাল বা অনলাইন কার্যকলাপে নজর রাখার জন্য আয়কর বিভাগের কোনও ব্যবস্থা নেই। এই ধরনের দাবি সম্পূর্ণ অসত্য এবং বিভ্রান্তিকর বলে জানিয়েছে পি আই বি। সরকার, নাগরিকদের এই ধরনের ভুল তথ্য সম্পর্কে সতর্ক থাকার এবং বিশ্বাস করার আগে তথ্য যাচাই করার আবেদন জানিয়েছে।