November 27, 2025 9:58 PM

printer

আমেরিকা ও রাশিয়ার মহাকাশচারীদের তিন সদস্যের একটি দল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে

আমেরিকা ও রাশিয়ার মহাকাশচারীদের তিন সদস্যের একটি দল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আজ কাজাখস্তানের বাইকোনুর কেন্দ্র থেকে সয়ুজ MS-28 মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। মহাকাশযানে ছিলেন নাসার মহাকাশচারী ক্রিস উইলিয়ামস এবং দুই রুশ সহকর্মী সের্গেই মিকায়েভ ও সের্গেই কুদ-সভার্চকভ। তারা প্রায় আট মাস মহাকাশ স্টেশনে থাকবেন। নাসা জানিয়েছে, উইলিয়ামস ও মিকায়েভের এটি প্রথম মহাকাশযাত্রা। অন্যদিকে কুদ-সভার্চকভের এটি দ্বিতীয় অভিযান।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।