আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা নিয়ে তদন্তের কাজ জোর কদমে চলেছে। ফরেন্সিক বিশেষজ্ঞরা আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা চালান। সেখান থেকে বিমানটির ‘ব্ল্যাক বক্স’ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়াও তদন্তকারীরা ধ্বংসস্তুপ থেকে ডিজিট্যাল ফ্লাইট ডাটা রেকর্ডার উদ্ধার করেছে। এর আগে গুজরাটের সন্ত্রাস দমন শাখা- ATS, দুর্ঘটনাস্থল থেকে একটি ডিজিট্যাল ভয়েস রেকর্ডার’ও উদ্ধার করে। বিমান দুর্ঘটনার সঠিক কারণ এখন’ও অজানা। ফরেন্সিক পরীক্ষা এবং বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষার পরেই তা’ জানা যাবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, গতকালের দুর্ঘটনার পর ওই এলাকার বেশ কিছু বাসিন্দা নিখোঁজ বলে জানা যাচ্ছে। তাঁদের সন্ধানে তল্লাশি চলেছে। মেঘানিনগর থানায় দুর্ঘটনায় মৃত্যু সংক্রান্ত একটি FIR দায়ের করা হয়েছে।
আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, সাতটি মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া, DNA পরীক্ষার জন্য আরো ২০০টি নমুনা সংগ্রহ করা হয়েছে।