December 8, 2025 11:50 AM

printer

আবু ধাবি গ্রা পিঁতে গতকাল সিজন ফিনালেতে ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব জিতেছেন ব্রিটিশ রেসিং ড্রাইভার ল্যান্ডো নরিস

আবু ধাবি গ্রা পিঁতে গতকাল সিজন ফিনালেতে ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব জিতেছেন ব্রিটিশ রেসিং ড্রাইভার ল্যান্ডো নরিস। লুই হ্যামিল্টনের পর ম্যাক লারেন দলের হয়ে ২০০৮ সালের পর এই প্রথম বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব পেলেন নরিস। গতকাল তৃতীয় স্থানে রেস শেষ করে চ্যাম্পিয়নশিপের জন্য প্রয়োজনীয় পয়েন্ট তুলে নেন নরিস। রেস জিতেও ডাচ বেলজিয়ান রেসার ম্যাক্স ভেরস্টাপ্পেন দুই পয়েন্টে পিছিয়ে ছিলেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।