মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 3, 2024 10:41 AM

printer

আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি IIT দিল্লির আবুধাবি ক্যাম্পাসের উদ্বোধন করেছেন।

আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি IIT দিল্লির আবুধাবি ক্যাম্পাসের উদ্বোধন করেছেন। এর মাধ্যমে আন্তর্জাতিক মানের ইঞ্জিনিয়ারিং শিক্ষার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত সূচীত হল। উদ্বোধনী ব্যাচে স্নাতক স্তরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং এনার্জি ইঞ্জিনিয়ারিংয়ের ৫২ জন শিক্ষার্থী রয়েছে। JEE অ্যাডভান্সড পরীক্ষা এবং আন্তর্জাতিক ছাত্রদের জন্য Combined Admission Entrance Test CAET-এর মাধ্যমে স্নাতক স্তরের পাঠক্রমগুলির জন্য ছাত্রছাত্রীদের বাছাই করা হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান যে ভিশন ডকুমেন্ট প্রকাশ করেন, সেখানে আবুধাবিতে নতুন ক্যাম্পাসের পরিকল্পনা করা হয়।
আইআইটি দিল্লির আবুধাবিশাখায় জানুয়ারিতে Energy Transition and Sustainability র প্রথম M.Tech পাঠক্রম শুরু হয়।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।