November 28, 2025 9:25 PM

printer

আবহাওয়া দপ্তর জানিয়েছে, প্রবল সামূদ্রিক ঘূর্ণিঝড় দিতওয়াহ শ্রীলঙ্কার উপকূল থেকে খুব সম্ভবত উত্তর উত্তর পশ্চিম দিকে যাত্রা করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তামিলনাড়ু, পুদুচেরী এবং সংশ্লিষ্ট অন্ধ্রপ্রদেশ উপকূলে আগামী রবিবার সকালে এসে পৌঁছাবে

আবহাওয়া দপ্তর জানিয়েছে, প্রবল সামূদ্রিক ঘূর্ণিঝড় দিতওয়াহ শ্রীলঙ্কার উপকূল থেকে খুব সম্ভবত উত্তর উত্তর পশ্চিম দিকে যাত্রা করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তামিলনাড়ু, পুদুচেরী এবং সংশ্লিষ্ট অন্ধ্রপ্রদেশ উপকূলে আগামী রবিবার সকালে এসে পৌঁছাবে। এই কারণে ওই সব এলাকার মতস্যজীবিদের আগামী পয়লা ডিসেম্বর পর্যন্ত সমূদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

দপ্তরের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, তামিলনাড়ু, পুদুচেরী, কারাইকাল অঞ্চলে আগামীকাল অতিভারী বৃষ্টি হবে। বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভবনা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে।

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।