আবহাওয়া দপ্তর আগামীকাল হিমাচলপ্রদেশ, উত্তরাখন্ড এবং সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচলপ্রদেশ, আসাম, মেঘালয়, বিহার মধ্যপ্রদেশ, হরিয়ানা, দিল্লী, পাঞ্জাব ও তেলেঙ্গানার কিছু অংশে বজ্র-বিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া সহ ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ, মহারাষ্ট্র, ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও ঝাড়খন্ডেও আগামীকাল ঝোড়ো বাতাস ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে।
Site Admin | August 10, 2025 10:12 PM
আবহাওয়া দপ্তর আগামীকাল হিমাচলপ্রদেশ, উত্তরাখন্ড এবং সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে।
