মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

May 27, 2025 10:01 PM

printer

আবহাওয়া দফতর জানিয়েছে, এবছর সারা দেশেই মরসুমি বৃষ্টি স্বাভাবিকের থেকে বেশি হবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, এবছর সারা দেশেই মরসুমি বৃষ্টি স্বাভাবিকের থেকে বেশি হবে।  এবছর বর্ষা নির্ধারিত সময়ের আগেই ঢুকেছে এবং উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু অংশে স্বাভাবিকের চেয়ে কম তাপপ্রবাহের দিন আসবে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, মধ্য ও পূর্ব ভারত এবং সংলগ্ন এলাকায় আগামী মাসে তাপপ্রবাহ কম হবে। আজ নতুন দিল্লীতে ভূ-বিজ্ঞান মন্ত্রকের সচিব এম  রবিচন্দ্রন জানিয়েছেন, শুধুমাত্র দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকাই নয়, মধ্য ভারতের বিভিন্ন অংশেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তবে উত্তর-পূর্ব ভারতে  স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে। আবহাওয়া  দপ্তরের মহা নির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ৫ই জুন থেকে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে ১০৬ শতাংশ বৃষ্টি হবে।