মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 20, 2024 10:01 PM

printer

আবহাওয়া দপ্তর আগামীকাল পোরবন্দর, জুনাগড় দেবভূমি দ্বারকা, নভসারি এবং ভালসাদ জেলায় অতি প্রবল বর্ষনের লাল সতর্কতা জারি করেছে

গুজরাটের সৌরাষ্ট্র উপকূলবর্তী জুনাগড়, গির সোমনাথ এবং দেবভূমি দ্বারকা জেলায় ভারী বর্ষণ চলেছে। কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া আজ পোরবন্দরে বন্যা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। এদিকে আবহাওয়া দপ্তর আগামীকাল পোরবন্দর, জুনাগড় দেবভূমি দ্বারকা, নভসারি এবং ভালসাদ জেলায় অতি প্রবল বর্ষনের লাল সতর্কতা জারি করেছে।

দেশের পশ্চিম-মধ্য, পূর্ব এবং দক্ষিণ উপদ্বীপীয় অঞ্চলে আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝির বৃষ্টি পূর্বাভাস দিয়েছে ভারতীয় মৌসম বিভাগ। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্রের ঘাট এলাকা, বিদর্ভ, দক্ষিণ ছত্তিশগড় এবং গুজরাটে। আগামী দু’দিন উত্তরাখণ্ডের কিছু অংশে অতিভারী বর্ষণের সম্ভাবনা। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পূর্ব রাজস্থান, হিমাচল প্রদেশ, পশ্চিম উত্তর প্রদেশে। এদিকে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনার প্রেক্ষিতে মৎস্যজীবীদের ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে না যাবার পরামর্শ দেওয়া হয়েছে ।