মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

June 26, 2024 9:59 PM

printer

আবগারী নীতি কেলেঙ্কারী মামলায় এবার সি বি আইয়ের হাতে গ্রেপ্তার হলেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

আবগারী নীতি কেলেঙ্কারী মামলায় এবার সি বি আইয়ের হাতে গ্রেপ্তার হলেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রাউস অ্যাভেনিউ আদালত,  তদন্তকারী সংস্থাকে এই অনুমতি দিয়ে বিশেষ আদালতে পেশ করতে বলে। এরপরই তাঁকে তিনদিনের সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে।

এর আগে, ২১ শে মার্চ ইডি এই আপ নেতাকে গ্রেপ্তার করে। তারপর থেকে জেলবন্দী রয়েছেন তিনি। মাঝে ভোটের প্রচারে অংশ নেবার জন্য কিছুদিন জামিনে মুক্ত ছিলেন। সিবিআই গ্রেপ্তার করার পর সুপ্রীম কোর্টে জামিনের আবেদন প্রত্যাহার করে নেন কেজরিওয়াল। নতুন করে আবেদন করার অনুমতি দিয়েছেন বিচারপতি মনোজ মিশ্রের অবকাশকালীন বেঞ্চ।