মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 4, 2024 11:00 AM

printer

আফ্রিকী দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে লেককিভুতে নৌকো ডুবির ঘটনায় কমপক্ষে ৮৭ জনের মৃত্যু হয়েছে।

আফ্রিকী দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে লেককিভুতে নৌকো ডুবির ঘটনায় কমপক্ষে ৮৭ জনের মৃত্যু হয়েছে। এখনো ৭৮ জন নিখোঁজ বলে প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে।নৌকোটিতে মোট যাত্রীর সংখ্যা এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, অত্যধিক যাত্রী নিয়ে যাওয়া নৌকাটি একটি বড় ঢেউ এর ধাক্কা সামলাতে না পেরে কিতুকু বন্দরের ৭০০ মিটার দূরে ডুবে যায়। দক্ষিণ কিভুর মিনোভা শহর থেকে নৌকোটি গোমায় যাচ্ছিল।