আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে তোরখাম সীমান্ত গতকাল ফের খুলে দেওয়া হয়েছে। দু দেশের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ওই সীমান্ত প্রায় দু সপ্তাহ বন্ধ ছিল। গত ১৯শে অক্টোবর দোহায় দু দেশের মধ্যে অস্ত্র সংবরণ নিয়ে সমঝোতার পরিপ্রেক্ষিতে সীমান্ত ফের খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সীমান্ত খুলে দেওয়ায় তোরখাম ও চামন সীমান্ত দিয়ে ইতিমধ্যে ১০ হাজার সাতশো আফগান উদ্বাস্তু আফগানিস্তানে ফিরে যান। দু দেশের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে এ পর্যন্ত মোট ১০ লক্ষ ৬০ হাজার আফগান উদ্বাস্তু দেশে ফিরেছেন বলে মনে করা হচ্ছে।তবে দু দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি।