মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 16, 2025 10:06 PM

printer

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উদ্ভূত পরিস্থিতির দিকে ভারত নজর রেখে চলেছে বলে বিদেশমন্ত্রক জানিয়েছে।

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উদ্ভূত পরিস্থিতির দিকে ভারত নজর রেখে চলেছে বলে বিদেশমন্ত্রক জানিয়েছে। নতুন দিল্লীতে দলের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান যে সন্ত্রাসবাদী সংগঠন এবং জঙ্গী কার্যকলাপকে মদত দিচ্ছে তা স্পষ্ট। নিজেদের অভ্যন্তরীন ব্যর্থতার দায় প্রতিবেশী দেশের ওপর চাপিয়ে দেওয়া পাকিস্তানের অভ্যাস বলেও কটাক্ষ করেন তিনি।

কাবুলে ভারতীর মিশনের বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, সেখানে প্রযুক্তিগতভাবে ভারতীয় মিশন ২০২২ সালের জুন মাস থেকে কার্যকর রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই এটিকে দূতাবাসে রূপান্তর করা হবে।

তেল শোধনাগার নায়ারার ওপর ব্রিটেনের সাম্প্রতিক নিষেধাজ্ঞার বিষয়ে এক প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, নাগরিকদের মৌলিক প্রয়োজনীয়তা মেটানোর জন্য জ্বালানী নিরাপত্তার সংস্থানগুলি বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে ভারত মনে করে। জ্বালানীর বাণিজ্যে দ্বিমুখী অবস্থান গ্রহণ করা বাঞ্ছনীয় নয় বলেও মন্তব্য করেন তিনি। তেল আমদানী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে গতকাল কোনো কথা হয়েছে কিনা সে বিষয়ে তিনি অবগত নন বলেও জানান শ্রী জয়সওয়াল।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।