সীমান্তে দুই দেশের প্রাণঘাতী সংঘর্ষের পর আফগানিস্তান ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে কাতারের বিদেশ মন্ত্রক জানিয়েছে। কাতারের রাজধানী দোহায় গতকাল কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে এই চুক্তি হয়েছে। এক বিবৃতিতে কাতারের বিদেশ মন্ত্রক জানিয়েছে, আলোচনার সময় উভয় পক্ষই তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি এবং দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে একটি প্রক্রিয়া তৈরির জন্য পরবর্তী বৈঠকে সম্মত হয়েছে। উল্লেখ্য বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিদলের তরফে প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ এবং গোয়েন্দা প্রধান জেনারেল আসিম মালিক এবং আফগানিস্তানের তরফে প্রতিরক্ষামন্ত্রী মহম্মদ ইয়াকুব প্রতিনিধিত্ব করেন।
জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহার নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদল আজ ভগবান বুদ্ধের পবিত্র ধ্বংসাবশেষ ভারতে ফিরিয়ে আনবেন। কাল্মিকিয়া প্রজাতন্ত্রের রাজধানী এলিস্তায় “শাক্যমুনি বুদ্ধের সোনালী আবাস” নামে পরিচিত গেডেন শেদুপ চোইকোরলিং মঠে সংরক্ষিত ধ্বংসাবশেষ ভারতে ফিরিয়ে আনতে এই মুহুর্তে রাশিয়ায় রয়েছেন তিনি। শ্রী সিনহা বলেন কাল্মিকিয়ায় পবিত্র ধ্বংসাবশেষের প্রদর্শনী ভারত ও রাশিয়ার মধ্যে জনগণের মধ্যে সম্পর্ককে আরও জোরদার করেছে।