আফগানিস্তানে রবিবারের বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১২৪। ৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে সরকারী সূত্রের খবর। দেশের পূর্বাংশের কুনার প্রদেশে ভূমিকম্পের প্রভাবে ৮ হাজারেরও বেশি বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ভেঙে পড়েছে। ধ্বংসস্তুপের নীচে আটকে পড়া মানুষজনকে উদ্ধারের জন্য জোরকদমে কাজ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে ভারত সমস্তরকম মানবিক সাহায্য ও ত্রাণ পাঠাতে প্রস্তুত।
Site Admin | September 2, 2025 6:20 PM
আফগানিস্তানে রবিবারের বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১২৪
