আফগানিস্তানে দীর্ঘ মেয়াদে মানবিক ত্রাণ সহায়তা এবং স্বাস্থ্য সুরক্ষা ক্ষেত্রে ওষুধ সরবরাহ চালিয়ে যাওয়ার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রী মৌলবী নুর জালাল জালালির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা এ কথা জানান। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে বলেছে, বৈঠকে ক্যান্সার চিকিৎসার ওষুধ ও ভ্যাকসিন সেদেশের হাতে তুলে দেওয়া হয়। সেদেশের স্বাস্থ্য পরিষেবা আরো উন্নত করতে ওষুধ ও টীকার পাশাপাশি একটি ১২৮ স্লাইস সি টি স্ক্যানার পাঠানো হচ্ছে।
গত ১৬-২১ তারিখের সফরকালে আফগান মন্ত্রী মৌলবী নুর জালাল জালালি বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং এর সঙ্গেও সাক্ষাৎ করেন।