মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 18, 2025 8:41 AM

printer

আফগানিস্তানে, দক্ষিণ-পূর্ব পাকতিকা প্রদেশে পাকিস্তানের একের পর এক বিমান হামলায় দুই শিশু সহ কমপক্ষে ছ’জন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

আফগানিস্তানে, দক্ষিণ-পূর্ব পাকতিকা প্রদেশে পাকিস্তানের একের পর এক বিমান হামলায় দুই শিশু সহ কমপক্ষে ছ’জন নিহত এবং সাতজন আহত হয়েছেন। পাক-আফগান সীমান্তের উভয় প্রান্তে কয়েকদিন ধরে তীব্র সংঘর্ষের পর দু’দেশের মধ্যে ৪৮ ঘন্টার যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই এই ভয়াবহ হামলা চালানো হয়েছে। আফগানিস্তানের আরগুন এবং বারমাল জেলার আবাসিক এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

এর আগে, পাকিস্তান উত্তেজনা প্রশমন এবং সীমান্তপারের সংঘর্ষ প্রতিরোধের লক্ষ্যে আয়োজিত দোহা বার্তালাপ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি বাড়ানোর আহ্বান জানিয়েছে। আজ থেকে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।