আফগানিস্তানে গতকালও আর একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। পাকিস্তান সীমান্তের কাছে নানগাড়হার প্রদেশে শিওয়া জেলায় ভূমিকম্পের কেন্দ্রস্হল ছিল । রবিবারের পর এটি তৃতীয় ভূমিকম্প। এপর্যন্ত ভূমিকম্পে ২,২০৫ জন প্রাণ হারিয়েছেন বলে তালিবান প্রশাসন জানিয়েছে। আহতের সংখ্যা ৩,৬৪০। এখনও ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। ধ্বংসস্তুপের নীচে আরও মৃতদেহ থাকার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী সংস্হাগুলি ওই অঞ্চলে খাদ্য ও ওষুধের তীব্র সংকটের কথা জানিয়েছে।
Site Admin | September 5, 2025 12:39 PM
আফগানিস্তানে গতকালও আর একটি ভূমিকম্প অনুভূত হয়েছে
