আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে গতরাতে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূকম্পণ অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক পর্যবেক্ষন দপ্তর, ইউএসজিএস অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাজার-ই-শরিফ শহরের কাছে খোলমে। শহরের অনেক মানুষ বাড়িঘর ভেঙে পড়ার আশঙ্কায় রাতেই রাস্তায় নেমে আসেন। রাজধানী কাবুলেও কম্পন অনুভূত হয়। ইউএসজিএস তার PAGER সিস্টেমে কমলা সতর্কতা জারি করায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রধান ফল্ট লাইন বরাবর অবস্থানের কারণে আফগানিস্তনে প্রায়শই মারাত্মক ভূমিকম্প অনুভূত হয়।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট পাকিস্তান সীমান্তের কাছে পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৬ মাত্রার একটি ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর ৬ দশমিক ৩ মাত্রার অন্য একটি ভূমিকম্প এবং পরবর্তী বিধ্বংসী আফটারশকের ফলে ৪ হাজার মানুষের প্রাণহানি ঘটে।