মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 16, 2024 9:36 AM

printer

আফগানিস্তানের নানগড়হড় প্রদেশে প্রবল ঝড়বৃষ্টি এবং হড়পাবানে কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে।

আফগানিস্তানের নানগড়হড় প্রদেশে প্রবল ঝড়বৃষ্টি এবং হড়পাবানে কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে আড়াইশো জন।  ওই প্রদেশের রাজধানী জালালাবাদে সুখরোদ জেলা এবং পাকিস্তান সংলগ্ন কয়েকটি এলাকা সবচেয়ে বেশি বিপর্যস্ত। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। নানগড়হড়ে প্রতিবেশী এলাকায় কুনারপ্রদেশে প্রায় একই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। গত মে মাসে প্রবল বৃষ্টি ও বন্যার কারণে চারশোর বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। গৃহহারা হন কয়েক হাজার পরিবার।