মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 31, 2025 9:26 PM

printer

আন্দামান নিকোবর স্টেট সমবায় ব্যাঙ্ক ANSCBতে আর্থিক দুর্নীতির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই প্রথম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তল্লাশী অভিযান চালিয়েছে।

আন্দামান নিকোবর স্টেট সমবায় ব্যাঙ্ক ANSCBতে আর্থিক দুর্নীতির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই প্রথম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তল্লাশী অভিযান চালিয়েছে। পোর্টব্লেয়ার সংলগ্ন ৯টি জায়গায় চলছে অভিযান। একই সঙ্গে কলকাতার দুটি জায়গাতেও তল্লাশী চালানো হচ্ছে। পোর্ট ব্লেয়ারে উদ্ধার হওয়া নাম নথিপত্র থেকে ঐ ব্যাঙ্ক থেকে ঋনদান এবং ওভারড্রাফট ইস্যু করার ক্ষেত্রে ব্যপক দুর্নীতির প্রমাণ মিলেছে। আন্দামান নিকোবরের প্রাক্তন সাংসদ, কুলদীপ রাই শর্মা নিজের স্বার্থে ১৫টি ভুয়ো সংস্থা তৈরী করে তাদের ২শো কোটি টাকার বেশী ঋন পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ৷

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন