আন্তর্জাতিক স্বীকৃত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রতন থিয়াম প্রয়াত। তিনি কিছুদিন ধরে আর আই এম এস হাসপাতালে ভর্তি ছিলেন।আজ খুব ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল। ৭৭ বছর। রতন থিয়াম নির্দেশিত উল্লেখযোগ্য কয়েকটি নাটক হল “চক্রব্যূহ”, “উত্তর প্রিয়দর্শী”, “হে নাংসিবি পৃথী”।রতন থিয়াম ন্যাশনাল স্কুল অফ ড্রামার চেয়ারপারসনের দায়িত্বও সামলেছেন। এছাড়াও সংগীত নাটক একাডেমীর ভাইস চেয়ারম্যান পদেও অধিষ্ঠিত ছিলেন। ১৯৮৭ সালে তিনি সংগীত নাটক একাডেমী পুরস্কারে সম্মানিত হন।
Site Admin | July 23, 2025 12:22 PM
আন্তর্জাতিক স্বীকৃত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রতন থিয়াম প্রয়াত।
