আন্তর্জাতিক সমবয় বর্ষ ২০২৫ উপলক্ষে নাবার্ড গতকাল কলকাতায় রাজ্যস্তরের সমবায় সম্মেলনের আয়োজন করে। সংস্থার পশ্চিমবঙ্গ শাখার চিফ জেনারেল ম্যানেজার পি কে ভরদ্বাজ বলেন, আর্থিক এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে সমবায়গুলিকে শক্তিশালী করতে জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ণ ব্যাংক বা নাবার্ড প্রতিশ্রুতিবদ্ধ। গ্রামীণ সমৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে তিনি ডিজিটাইজেশন, উদ্ভাবন এবং স্বচ্ছতার উপরে বিশেষ জোর দেন। অনুষ্ঠানে পাঁচটি সেরা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক ও কয়েকটি শীর্ষস্থানীয় সমবায় গোষ্ঠীকে কম্পিউটারাইজেশন এবং প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য পুরস্কৃত করা হয়।
Site Admin | November 19, 2025 10:19 AM
আন্তর্জাতিক সমবয় বর্ষ ২০২৫ উপলক্ষে নাবার্ড গতকাল কলকাতায় রাজ্যস্তরের সমবায় সম্মেলনের আয়োজন করে।