আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আই এল ও-র মহানির্দেশক গিলবার্ট এস হোউংবো, ভারতে কার্যকর হওয়া নতুন শ্রম কোডকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী হোউংবো জানান, সামাজিক সুরক্ষা এবং নূন্যতম মজুরি সুনিশ্চিত করতে চালু হওয়া ভারতের নতুন শ্রম আইনের দিকটি তিনি পর্যালোচনা করেছেন। কর্মী ও ব্যবসায়িক ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতির জন্য সংস্কারের দিকটি অত্যন্ত জরুরী বলেও মোট ব্যক্ত করেন তিনি।
Site Admin | November 22, 2025 9:01 AM
আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আই এল ও-র মহানির্দেশক গিলবার্ট এস হোউংবো, ভারতে কার্যকর হওয়া নতুন শ্রম কোডকে স্বাগত জানিয়েছেন