December 6, 2025 12:08 PM

printer

আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার – আই এম এফ, ঘূর্ণিঝড় দিতওয়ায় বিধ্বস্ত শ্রীলঙ্কার অর্থনীতিকে পুনরায় চাঙ্গা করে তুলতে সে-দেশের ২০০ মিলিয়ন ডলার সাহায্যের আবেদন বিবেচনা করবে বলে জানিয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার – আই এম এফ, ঘূর্ণিঝড় দিতওয়ায় বিধ্বস্ত শ্রীলঙ্কার অর্থনীতিকে পুনরায় চাঙ্গা করে তুলতে সে-দেশের ২০০ মিলিয়ন ডলার সাহায্যের আবেদন বিবেচনা করবে বলে জানিয়েছে। শ্রীলঙ্কা তাদের র‍্যাপিড ফাইন্যান্সিং ইনস্ট্রুমেন্ট – আর এফ আইয়ের অধীনে আই এম এফ-এর কাছে আপৎকালীন আর্থিক সহায়তা চেয়েছে। আর এফ আই হল এমন একটি সুবিধাপ্রকল্প যা প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি অবস্থার কারণে আর্থিক দুরবস্থার সম্মুখীন কোনও দেশকে দেওয়া হয়ে থাকে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।