আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লালগোলায় পুলিশ প্রায় ১ কোটি টাকা মুল্যের হেরোইন আটক করেছে। পৃথক দুই অভিযানে মহিলা ও এক পুরুষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত লালগোলার বি এম পাড়ার বাসিন্দা উর্মিলা মন্ডল ও নলডহরির রাকিব শেখ নামের ওই দুই কারবারির বাড়িতে গত রাত ও আজ ভোরে পুলিশ অভিযান চালায়। বাড়ি থেকেই উদ্ধার হয় প্রায় ৬০০ গ্রাম হেরোইন। দুইজনই এলাকাতেই বিক্রির জন্য মজুত করেছিলো বলে প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে। চক্রের মাথা খুঁজতে অভিযান অব্যাহত থাকবে, বলে মুর্শিদাবাদের জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ জানিয়েছেন।
Site Admin | June 26, 2025 12:17 PM
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লালগোলায় পুলিশ প্রায় ১ কোটি টাকা মুল্যের হেরোইন আটক করেছে।