মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 15, 2025 6:25 PM

printer

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লা এবং অন্য তিন crew সদস্য আজ পৃথিবীর বুকে সফল অবতরণ করেছেন

১৮ দিনের ঐতিহাসিক সফর শেষে  এক্সিওম-৪ অভিযানের ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লা এবং অন্য তিন  crew সদস্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে আজ পৃথিবীর বুকে  সফল অবতরণ করেছেন। স্পেস -এক্স ড্রাগন মহাকাশযান আজ বিকেলে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে নেমে আসে। রাতের মহাসাগরে  স্প্ল্যাশ ডাউনের পর একেএকে বেরিয়ে আসেন শুভাংশু সহ অন্য।  মহাকাশচারীরা। উল্লেখ্য গত মাসের ২৫ তারিখ এই এক্সিওম -৪ মহাকাশ অভিযানের সূচনা হয়েছিল।  ফ্যালকন নাইন রকেটে করে ফ্লোরিডা  থেকে ড্রাগন স্পেস ক্যাপসুল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে  রওনা হয়।  ১৯৮৪ সালে উইং কমান্ডার রাকেশ শর্মার মহাকাশ যাত্রার পর গ্রুপ ক্যাপ্টেন শুক্লা ভারতের দ্বিতীয় নভোশ্চর হিসেবে  প্রথমবার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পা রাখলেন।  ISS এ  থাকা কালিন শুক্লা ভারতের  সাতটি সুনির্দিষ্ট  মাইক্রো গ্রাভিটি   সংক্রান্ত গবেষণা করেছেন।  দীর্ঘ্ সময় মহাকাশে বসবাস এবং  ভবিষ্যতে  এই গ্রহে অন্যান্য অভিযানের ক্ষেত্রে তাঁর গবেষণা লব্ধ তথ্য সহায়ক হবে।  রবিবার নাসার এক্সপেডিশন crew এক্সিওম -৪ এর সদস্যদের জন্য একটি  চিরাচরিত অনুষ্ঠানের আয়োজন করেছিল।  শ্রী শুক্লা তার বিদায়ী ভাষণে এই মহাকাশ অভিযানকে এক অনবদ্য অভিজ্ঞতা  হিসেবে উল্লেখ করেছে। 

আকাশগঙ্গা হিসেবে পরিচিত এই অভিযান মার্কিন মহাকাশ সংস্থা নাসা , এক্সিওম স্পেস এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরোর এক যৌথ প্রচেষ্টা।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।