আন্তর্জাতিক মঞ্চে অ্যাথলেটিক্সে সোনা জিতলেন ভারতের মুরলী শ্রীশঙ্কর। পর্তুগাল স্পোর্টস মিটে গতকাল ৭.৭৫ মিটার লাফ দিয়ে লং জাম্পে সবার সেরা হন কেরলের অ্যাথলিট। প্রসঙ্গত, এই টুর্নামেন্ট ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কনটিনেন্টাল ট্যুরের ব্রোঞ্জ স্তরের প্রতিযোগিতা। এশিয়ান গেমসের রুপোজয়ী প্রথম রাউন্ডেই ৭.৬৩ মিটার লাফ দেন। আর দ্বিতীয় চেষ্টায় ছুঁয়ে ফেলেন দিনের সেরা জাম্প—৭.৭৫ মিটার। দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেন পোল্যান্ডের পিওতর তারকোস্কি ও অস্ট্রেলিয়ার ক্রিস মিত্রেভস্কি।
Site Admin | July 20, 2025 2:54 PM
আন্তর্জাতিক মঞ্চে অ্যাথলেটিক্সে সোনা জিতলেন ভারতের মুরলী শ্রীশঙ্কর।
