আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস আজ দেশজুড়ে পালিত হচ্ছে। প্রতি বছর ২৯ শে জুলাই বাঘের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং বিশ্বব্যাপী সংরক্ষণের উদ্যোগকে বিশেষ গুরুত্ব দিতে , দিনটি পালন করা হয়।
বিশ্ব ব্যাঘ্র দিবস উপলক্ষে, কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব ব্যাঘ্র সংরক্ষণে ভারতের অসাধারণ সাফল্যের কথা তুলে ধরেন। সমাজ মাধ্যমে একবার্তায় শ্রী যাদব বলেন , ৫৮ টি অভয়ারণ্য এবং ৩ হাজার ৬৮২ টি বাঘ ভারতে রয়েছে। এটি বিশ্বের কাছে কার্যত দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি আরও বলেন , বাঘের সংখ্যা বৃদ্ধির ফলে, তাদের বসবাসকারী অরণ্যের সামগ্রিক পরিস্থিতিরও পরিবর্তন ঘটেছে । শ্রী যাদব সকলকে বাঘ এবং তাদের বাস্তুতন্ত্র রক্ষার জন্য অঙ্গীকার করার আহ্বান জানান।