মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 29, 2025 12:56 PM

printer

আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস  আজ দেশজুড়ে পালিত হচ্ছে।

আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস  আজ দেশজুড়ে পালিত হচ্ছে। প্রতি বছর ২৯ শে জুলাই  বাঘের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং বিশ্বব্যাপী  সংরক্ষণের উদ্যোগকে বিশেষ গুরুত্ব দিতে , দিনটি পালন করা হয়।

বিশ্ব ব্যাঘ্র দিবস উপলক্ষে, কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব ব্যাঘ্র সংরক্ষণে ভারতের অসাধারণ সাফল্যের কথা তুলে ধরেন। সমাজ মাধ্যমে একবার্তায় শ্রী যাদব বলেন ,  ৫৮ টি অভয়ারণ্য এবং ৩ হাজার ৬৮২ টি বাঘ  ভারতে রয়েছে।  এটি  বিশ্বের কাছে  কার্যত দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি আরও বলেন , বাঘের  সংখ্যা বৃদ্ধির ফলে,  তাদের বসবাসকারী অরণ্যের সামগ্রিক পরিস্থিতিরও পরিবর্তন  ঘটেছে । শ্রী যাদব সকলকে বাঘ এবং তাদের বাস্তুতন্ত্র রক্ষার জন্য অঙ্গীকার করার  আহ্বান জানান।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।