আন্তর্জাতিক ন্যায়ালয় – আইসিজে বলেছে, প্যালেস্তেনীয় ভূখন্ডে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে এবং গাজার সাধারণ নাগরিকদের কাছে ত্রাণ পৌঁছে দিতে রাষ্ট্রসংঘের সঙ্গে কাজ করতে ইজরায়েল বাধ্য। ত্রাণ হিসাবে প্রাথমিক প্রয়োজনীয়তার মধ্যে রয়েছে খাদ্য, পানীয় জল, বাসস্থান, জ্বালানী এবং চিকিত্সা পরিষেবা। আইসিজে এক কড়া মন্তব্যে বলেছে, ইজরায়েলকে যুদ্ধের পদ্ধতি হিসাবে সাধারণ মানুষের কাছ থেকে খাবার কেড়ে নেওয়া বন্ধ করতে হবে। একইসঙ্গে জীবনধারণের জন্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সুষ্ঠু সরবরাহ সুনিশ্চিত করতে হবে বলেও জানানো হয়েছে। ১১ জন বিচারপতি প্যানেল জানিয়েছে, গাজা ভূখন্ডে প্যালেস্তেনীয় শরণার্থীদের জন্য রাষ্ট্রসংঘ যে ত্রাণ সহযোগিতা পৌঁছে দিচ্ছে, তাতে ইজরায়েলেরে উচিত সমর্থন করা। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেস আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন।
অন্যদিকে, ইজরায়েলের বিদেশ মন্ত্রক এই মতামতের বিরোধিতা করে একে আন্তর্জাতিক আইনের রাজনীতিকরণ বলে উল্লেখ করেছে। একই মত পোষণ করেছে মার্কিন বিদেশ দপ্তরও।