আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী গত পাঁচ দিনে ১০৭ জন বাংলাদেশী মৎস্যজীবীকে গ্রেফতার করেছে। তাদের দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন পুলিশ জেলার একাধিক থানায় পাঠানো হয়েছে। গত শনিবার থেকে পরপর তিনদিন তিনটি বাংলাদেশী ট্রলারে মৎস্যজীবীদে অবৈধভাবে জলসীমা লঙ্ঘন করতে দেখে উপকূলরক্ষী বাহিনী।গতরাতে ২৮ জন বাংলাদেশী মৎস্যজীবী সহ আরও একটি ট্রলার আটক করে তারা। তাদেরকে আজ দক্ষিণ ২৪ পরগনার নামখানার নারায়ণপুর ঘাটে নিয়ে গিয়ে কাকদ্বীপ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতরা সকলেই বাংলাদেশের কক্স বাজারের বাসিন্দা।
এদিকে পরপর ট্রলার সহ বাংলাদেশীদের সুন্দরবন উপকূলে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় উদ্বেগ বেড়েছে। ধৃতরা প্রকৃত অর্থে মৎস্যজীবী নাকি অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল, তা পুলিশ খতিয়ে দেখছে।