মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 20, 2025 9:50 PM

printer

আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী গত পাঁচ দিনে ১০৭ জন বাংলাদেশী মৎস্যজীবীকে গ্রেফতার করেছে

আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী গত পাঁচ দিনে ১০৭ জন বাংলাদেশী মৎস্যজীবীকে গ্রেফতার করেছে। তাদের দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন পুলিশ জেলার একাধিক থানায় পাঠানো হয়েছে। গত শনিবার থেকে পরপর তিনদিন তিনটি বাংলাদেশী ট্রলারে মৎস্যজীবীদে অবৈধভাবে জলসীমা লঙ্ঘন করতে দেখে উপকূলরক্ষী বাহিনী।গতরাতে ২৮ জন বাংলাদেশী মৎস্যজীবী সহ আরও একটি ট্রলার আটক করে তারা। তাদেরকে আজ দক্ষিণ ২৪ পরগনার নামখানার নারায়ণপুর ঘাটে নিয়ে গিয়ে কাকদ্বীপ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতরা সকলেই বাংলাদেশের কক্স বাজারের বাসিন্দা।

এদিকে পরপর ট্রলার সহ বাংলাদেশীদের সুন্দরবন উপকূলে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় উদ্বেগ বেড়েছে। ধৃতরা প্রকৃত অর্থে মৎস্যজীবী নাকি অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল, তা পুলিশ খতিয়ে দেখছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।