January 21, 2026 10:30 PM

printer

আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ(আইসিসি) জানিয়েছে যে  পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ নির্ধারিত সময়সূচী অনুসারেই হবে  এবং বাংলাদেশের ম্যাচগুলি ভারতে অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ(আইসিসি) জানিয়েছে যে  পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ নির্ধারিত সময়সূচী অনুসারেই হবে  এবং বাংলাদেশের ম্যাচগুলি ভারতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ম্যাচগুলি  শ্রীলঙ্কায় স্থানান্তরের যে অনুরোধ  করেছিল আইসিসি  তা প্রত্যাখ্যান করেছে। আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে যে নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়নের পর  ভারতীয় কোনও ভেন্যুতে বাংলাদেশের খেলোয়াড়, কর্মকর্তা, মিডিয়া বা ক্রীড়া প্রেমীদের নিরাপত্তার জন্য কোনও বিশ্বাসযোগ্য হুমকি পাওয়া যায়নি।

আইসিসি উল্লেখ করেছে যে ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এবং ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজিত টুর্নামেন্টের সময়সূচী এখন পরিবর্তন করা সম্ভব নয়।  এখন ক্রীড়া সূচী পরিবর্তন করলে  ভবিষ্যতের আইসিসি ইভেন্টগুলির জন্য তা ক্ষতিকারক নজির স্থাপন  করতে পারে। নিরাপত্তা ঝুঁকির অভাবে এই ধরনের পদক্ষেপ আইসিসি-র নিরপেক্ষতা এবং অখণ্ডতাকে ক্ষুণ্ন করবে। তাদের অবস্থান স্পষ্ট করে আইসিসি জানিয়েছে যে টুর্নামেন্ট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের ধারাবাহিক মান, সুষ্ঠু প্রশাসন এবং সামগ্রিক স্বার্থ রক্ষার প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।