আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল – আই সি টি’র নির্দেশের পর ১৫ জন আধিকারিককে হেফাজতে নেওয়া হয়েছে বলে বাংলাদেশের সেনা জানিয়েছে। মানবতার বিরুদ্ধে অপরাধ এবং বহু মানুষের নিখোঁজ হওয়ার সঙ্গে কথিতভাবে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ। গতকাল ঢাকা ক্যান্টনমেন্টে এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ সেনার মেজর জেনারেল মহম্মদ হাকিমুজ্জামান জানিয়েছেন, আটক হওয়া আধিকারিকদের মধ্যে ১৪ জন বর্তমানে কর্মরত, একজন অবসরপ্রাপ্ত। গত বুধবার, ট্রাইব্যুনাল, আওয়ামী লিগ সরকারের আমলে দুটি পৃথক নিখোঁজ হওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে।
Site Admin | October 12, 2025 12:40 PM
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল – আই সি টি’র নির্দেশের পর ১৫ জন আধিকারিককে হেফাজতে নেওয়া হয়েছে বলে বাংলাদেশের সেনা জানিয়েছে