আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল – ICT, আদালত অবমাননার একটি মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নিষিদ্ধ ছাত্র শাখা ‘বাংলাদেশ ছাত্রলীগ’-এর নেতা শাকিল আলম বুলবুলের উদ্দেশে ‘কারণ দর্শানো’র নোটিশ জারি করেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ICT-র প্রসিকিউটার গাজি MH তামিম, দুজনকেই ১৫ই মে’র মধ্যে ‘শো কজ’ নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইবুনাল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপের বিষয়ের ভিত্তিতে ঐ নির্দেশ দেন। ঐ অডিও ক্লিপ অনুযায়ী প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার ও ট্রাইবুনালকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। ICTর প্রসিকিউটার জানিয়েছেন, তদন্তকারী এজেন্সির ফরেন্সিক রিপোর্টে অডিও ক্লিপের কণ্ঠস্বর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে প্রমাণ মিলেছে।
গত বছর আগস্ট মাসে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের ও আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে দেশ কিছু মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।