মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 23, 2025 9:29 PM

printer

আন্তর্জাতিক অপরাধ আদালত, আইসিসি ঔপনিবেশিক  আধিপত্যের এক নয়া হাতিয়ার বলে অভিযোগ জানিয়ে এই আদালত থেকে নাম প্রত্যাহারের কথা ঘোষণা করেছে পশ্চিম আফ্রিকার সামরিক শাসিত তিন দেশ, মালি, বুরকিনা ফাসো ও নাইজার।

আন্তর্জাতিক অপরাধ আদালত, আইসিসি ঔপনিবেশিক  আধিপত্যের এক নয়া হাতিয়ার বলে অভিযোগ জানিয়ে এই আদালত থেকে নাম প্রত্যাহারের কথা ঘোষণা করেছে পশ্চিম আফ্রিকার সামরিক শাসিত তিন দেশ, মালি, বুরকিনা ফাসো ও নাইজার। ICC  যুদ্ধাপরাধ, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ মোকাবিলা করতে ব্যর্থ বলেও তাদের অভিযোগ।   

এই তিন দেশ এর আগে পশ্চিম আফ্রিকীয় দেশগুলির অর্থনৈতিক গোষ্ঠী   ইকোওয়াস থেকে বেরিয়ে এসে ‘অ্যালায়েন্স অব সাহেল স্টেটস’ নামে নিজেদের একটি সংগঠন তৈরী করে।

উল্লেখ্য,  মালি, বুরকিনা ফাসো ও নাইজার,  পশ্চিমি দেশ  বিশেষ করে ফ্রান্সের প্রভাব কমিয়ে  রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ।