মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 22, 2025 8:59 AM

printer

আন্তঃসীমান্ত আর্থিক লেনদেন বাড়াতে ভা্রতীয় রিজার্ভ ব্যঙ্ক, ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস ইউ পি আই ব্যবস্থাপনাকে অন্য বিচারব্যবস্থার দ্রুত পেমেন্টস সিস্টেমের সঙ্গে যুক্ত করার কথা ঘোষনা করেছে

আন্তঃসীমান্ত আর্থিক লেনদেন বাড়াতে ভা্রতীয় রিজার্ভ ব্যঙ্ক, ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস ইউ পি আই ব্যবস্থাপনাকে অন্য বিচারব্যবস্থার দ্রুত পেমেন্টস সিস্টেমের সঙ্গে যুক্ত করার কথা ঘোষনা করেছে। সীমান্ত পেরিয়ে অর্থ প্রদান ব্যবস্থাকে কম খরচে আরো স্বচ্ছ এবং সুলভ করে তুলতে জি ২০ রূপরেখার সঙ্গে সামঞ্জস্য রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইউ পি আইকে, ইউরোসিস্টেমের ইন্সট্যান্ট পেমেন্টস ব্যবস্থাপনা TARGET INSTANT PAYMENTS SETTLEMET টিপসের সঙ্গে সংযুক্ত করতে আর বি আই এবং NPCI ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড NIPL আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে কাজের বিষয়ে দু পক্ষই সহমত হয়েছে বলে খবর।