আধুনিক গণতন্ত্রের ভিত্তি স্থাপনে ডঃ বি আর আম্বেদকর তাঁর জীবন উৎসর্গ করেছিলেন বলে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বথাননি হরিশ জানিয়েছেন। ডঃ বি আর আম্বেদকরের ১৩৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রসংঘ এবং এর বাইরে ডঃ আম্বেদকরের আদর্শের কালজয়ী আবেদন” শীর্ষক এক আলোচনায় তিনি বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, ডঃ আম্বেদকর ছিলেন দেশের স্বাধীনতা সংগ্রামে অগ্রনী ব্যক্তিত্ব এবং ভারতীয় সংবিধানের স্থপতি।
সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আঠওয়ালে তাঁর বক্তব্যে ডঃ আম্বেদকরের আদর্শ, বাস্তবে রূপদানের লক্ষ্যে ভারতের বিভিন্ন ফ্ল্যাগশিপ উদ্যোগের একটি রূপরেখা তুলে ধরেন। তিনি সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রেক্ষাপটে আম্বেদকরের দৃষ্টিভঙ্গির প্রাসঙ্গিকতার ওপর জোর দেন।
Site Admin | April 15, 2025 9:57 AM
আধুনিক গণতন্ত্রের ভিত্তি স্থাপনে ডঃ বি আর আম্বেদকর তাঁর জীবন উৎসর্গ করেছিলেন বলে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বথানেনি হরিশ জানিয়েছেন।
