May 24, 2025 8:11 AM

printer

আদালতের নির্দেশে রোজ ভ্যালি চিটফান্ড কাণ্ডে প্রতারিতদের সপ্তম দফায় টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।

আদালতের নির্দেশে রোজ ভ্যালি চিটফান্ড কাণ্ডে প্রতারিতদের সপ্তম দফায় টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। একইসঙ্গে চলছে ওই বেআইনি লগ্নিকারী  সংস্থার সম্পত্তি নিলাম করে অর্থ সংগ্রহ।

রোজ ভ্যালির বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্যে  গঠিত অ্যাসেট ডিসপোজাল কমিটির চেয়ারম্যান,  অবসরপ্রাপ্ত বিচারপতি ডি.কে শেঠ আকাশবাণীকে জানিয়েছেন, গতকাল থেকে ফের আরেক দফায় রোজ ভ্যালি সম্পত্তি নিলামের প্রক্রিয়া শুরু হয়েছে। এই পর্যায়ে ৩০ টি জায়গায় ওই সংস্থার ৫৩ টি সম্পত্তি নিলামে তোলা হবে। এর বাজার দর  আনুমানিক ৪০৯ কোটি টাকা।

অবসরপ্রাপ্ত বিচারপতি ডি.কে শেঠ আরো জানান, এ পর্যন্ত ওই বেআইনি অর্থলগ্নি সংস্থার প্রায় তিন হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

এ রাজ্যের পাশাপাশি অসম,ত্রিপুরা, ওড়িশার মত প্রতিবেশী রাজ্য গুলি থেকে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

একইসঙ্গে প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়াও চলছে।

 উল্লেখ্য, এর আগে ছয় দফায় ৩৯ কোটি ৩১ লক্ষ টাকা আমানতকারীদের ফেরত দেওয়া হয়েছে। সপ্তম দফায় ১৮ হাজার ৪১৭ প্রতারিত কে ২১ লক্ষ টাকারও বেশি ফেরত দেওয়া হবে।